আনোয়ারা উপজেলায় চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক একে খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার একে খান উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দর্জিবাড়ি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বিএনপি নেতা কর্তৃক দায়েরকৃত বিস্ফোরক ও অপহরণ মামলার এজহারভুক্ত আসামি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, রাতে অভিযান চালিয়ে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এজহারনামীয় আসামি একে খানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ