টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ ২ জন কারিগরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার একটি জরাজীর্ণ বাড়ি থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হ্নীলা ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাত ৩টায় অভিযান শুরু করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ১ কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম জিআই তার এবং ১টি প্লাস উদ্ধার করা হয়। অভিযানে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪ জন সন্দেহভাজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। জব্দকৃত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ