চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী পৌরসভা এলাকা ও বৈলছড়ি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি গ্রামের উলানিয়ার ছেলে মো. মানিক (২৭) ও বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার মৃত কবির আহমদের ছেলে আব্দুল আলিম সিকদার (৪৭)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার জলদী বৈলছড়ি থেকে দুইজন পলাতক আসামি গ্রেপ্তার করা হয়। তাদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ