চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব, অফিস ভাংচুর

কাপ্তাই সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখিংয় বিটে গভীর রাতে বন্যহাতি হামলা চালিয়ে অফিস ভাংচুর করেছে। বনকর্মীরা প্রাণ বাঁচাতে টয়লেটে আশ্রয় নেয়। ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ নিয়ে আসা হয় তাদের। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, ফ্রিংখিংয় বিটের বনকর্মীরা শবে বরাতের নামাজ পড়ার সময় ১১টি বন্যহাতি হামলা চালায়। হাতিগুলো অফিস, ঘরের আসবাবপত্র, বনকর্মীদের চাল, ডাল, ভাত, পানির ট্যাংক, বিদ্যুতের তারসহ সবকিছু তছনছ করে ফেলে। প্রাণে বাঁচতে বনকর্মীরা টয়লেটে আশ্রয় নেয়। খবর পেয়ে কর্ণফুলী সদর রেঞ্জের লোকজন এসে তাদের উদ্ধার করে। এ সময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উদ্ধার করা হয় বনকর্মীদের।

 

বনকর্মী ফিরোজ শাহ মানিক জানান, আমরা শবে বরাতের নামাজ পড়ছিলাম। এমন সময় ১১টি হাতি আক্রমণ চালায়।

 

পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী রেঞ্জার মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা আটকে পড়া বনকর্মীদের উদ্ধার করি। এ সময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ভোর ৪টায় পুনরায় বন্যহাতির দলটি অফিসে হামলা চালায়।

 

তিনি আরও জানান, বনের ভিতর খাদ্য না পাওয়ায় বন অফিসে এসে হামলা চালায়। এর কয়েকদিন আগে মুসলিম পাড়ার চাষিদের লাখ লাখ টাকার কলাগাছসহ ফসলি জমির ক্ষতি করেছে।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট