আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন তেলিপট্টী দরগা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালাই। এ সময় তেলিপট্টীর দরগা সড়ক দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও চতুর্দিকে ঘেরাও করে নবী হোছাইনকে গ্রেপ্তার করি।
তিনি জানান, শুনেছি নবী হোছাইনের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক থানায় বিভিন্ন ধারায় ১৭-১৮ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে, কয়টিতে জামিনে আছেন এবং কয়টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বিভিন্ন থানায় যোগাযোগ করে খোঁজ নিচ্ছি।
গত বছরের ৩১ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের কোরালখালী এলাকার বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং পুলিশকে বসতঘরে ঢুকতে না দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ