চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরচালক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোহাম্মদ তৌহিদুল ইসলামকে আহ্বায়ক এবং মো. নুরুল কবিরকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারের একটি অভিজাত রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক জসিম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য আব্দুল গফুর সওদাগর।
এ সময় দক্ষিণ জেলা মোটরচালক দলের যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, আনোয়ারা উপজেলা মোটরচালক দলের সাবেক সদস্য সচিব মো. এমদাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহেরসহ পটিয়া উপজেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ