চট্টগ্রামের বাঁশখালীতে আমেরিকাস্থ বাঁচাও দাতব্য সংস্থার মূল অর্থায়নে সাকেরা ফয়েজ ফাউন্ডেশন ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ও রোটারি ক্লাব অব চিটাগাং ডাউন টাউনের যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বৈলছড়ী ডা. রশিদ আহমদ চৌধুরী বাড়িতে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবা পরিচালনা করেন কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল। ক্যাম্প পরিচালনা করেন বাহারছড়া রতনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এতে চক্ষু ক্যাটারেক্ট (ছানি) অপারেশনের জন্য ১০৩ জন ও ৩২৫ জন সাধারণ রোগী চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা সেবাই আলোচনায় অংশ নেন রোটারিয়ান অনিল কে. চৌধুরী, রোটারিয়ান পিপি হারাধন দে, রোটারিয়ান পিপি ডা. সৈয়দ মাহফুজুল হক, রোটারিয়ান পিপি আফতাব উদ্দিন ছিদ্দিকি, রোটারিয়ান পিপি মুজিবুর রহমান, রোটারিয়ান পিপি রেজাউল করিম, রোটারিয়ান পিপি রফিক আহমদ চৌধুরী, রোটারিয়ান সেলিম উদ্দিন, রোটারিয়ান রাকিব উদ্দিন, চক্ষু শিবির নিমন্ত্রণকারী ডা. রশিদ আহমদ চৌধুরী রোটারিয়ান অতিথিদের এই প্রকল্পে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিনামূল্যে চক্ষু শিবিরে সভায় বক্তব্যে রোটারিয়ান পিপি মুজিবুর রহমান বলেন, বাঁশখালী উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায়, দরিদ্র, নারী-পুরুষ রোগীরা প্রকল্পের আওতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছে। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে বলে জানান।
পূর্বকোণ/পিআর