চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে জোবায়রুল হক জিয়ান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জোবায়রুল হক জিয়ান (২৮) উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওবাইদুল হক মুন্সীর বাড়ির মৃত আব্দুলের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

 

জানা যায়, এলাকায় জোবায়ের একজন প্রতারক হিসাবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সেজে কথা বলে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিতো।

 

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ বলেন, রাজনৈতিক মামলায় জোবায়ের নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালত প্রেরণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০২০ সালে ২৯ মে মাসে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি। নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট