চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিট শাখার নির্বাহী সদস্য ইশরাত আশরাফি অপি (২৫) এবং বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বাবু (৩৮)। ইশরাত আশরাফি অপি চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খান বাড়ির আশরাফ আলীর ছেলে। গ্রেপ্তার শওকত হোসেন বাবু উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ীর মৃত মো. আজমের ছেলে।

নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিট শাখার নির্বাহী সদস্য ইশরাত আশরাফি অপিকে গ্রেপ্তার করা হয়। এর বড়উঠান ইউনিয়নের ০৩নং ওয়ার্ড আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট