চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

দুর্বৃত্তদের গুলিতে আহত রাউজানের ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ

রাউজান সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে উত্তর জেলা ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

আহত পেয়ার মোহাম্মদের বাড়ি উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নে। তিনি উত্তর জেলা ছাত্রদলের কার্যনিবাহী সদস্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ১২টায় উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের ‘আদ্যাপীঠ’ এলাকা তাকে গুলি করা হয়।

আহত পেয়ার মোহাম্মদকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

উত্তর গুজরার বাসিন্দা অপু নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাবুর পায়ের উপরের অংশে এবং পায়ের গোড়ালিতে কয়েকটা গুলি করা হয়েছে। তিনি আদ্যাপীঠের একটি প্রজেক্টের কাজে আসছিলেন। সেখানে পুকুরঘাট নির্মাণের ঠিকাদারি করেন তিনি। কাজ দেখতে তিনি সেখানে আসেন।’

অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট