চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

অপারেশন ডেভিল হান্ট: পটিয়ায় আ. লীগ নেতা সুবল দে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সাঁড়াশি অভিযানে সুবল দে (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

 

গ্রেপ্তার সুবল দে ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঈশ্বরখাইন সেন পাড়া এলাকার মৃত গোপাল দে’র ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা সুবল দে’কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট