চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া ও ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁপাছড়ি গ্রামের হারুনর রশিদের ছেলে মো. রুবেল (৩৪), ৩ নম্বর ওয়ার্ডের রত্ননপুর গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে কোরবান আলী (৪২) ও ছনুয়া ইউনিয়নের খুদুকখালীর হাবাখালী গ্রামের মাহাবুবর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল গফুর (৪৮)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার তিন আসামি গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ