চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

প্রতিবেশীর ছুরিকাঘাতে উখিয়ায় রোহিঙ্গার মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৪ অপরাহ্ণ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৪০) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলী উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশন, ব্লক- সি/২, এর উত্তর মাথা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথায় মারামারি করে এক প্রতিবেশী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট