চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে দখল দূষণে নদী-খাল

এস.এম. মোরশেদ মুন্না, নাজিরহাট

১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:২১ অপরাহ্ণ

৭৭৩.৫৫ বর্গ কিলোমিটার আয়তনের ফটিকছড়ি উপজেলার বুক চিরে বয়ে গেছে আঁকাবাঁকা হালদা নদী। নদীর সাথে সংযুক্ত রয়েছে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন দিয়ে আসা ২৩টি খাল। এগুলোর মধ্যে পানুয়া খাল প্রবাহিত হয়েছে বাগানবাজার ইউনিয়ন দিয়ে, কালা নাসি প্রবাহিত হয়েছে দাঁতমারা ইউনিয়ন দিয়ে, গজারিয়া খাল প্রবাহিত হয়েছে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়ন দিয়ে, উত্তর জুজখোলা খাল প্রবাহিত হয়েছে নারায়ণহাট ইউনিয়ন দিয়ে, একই ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে বারমাসিয়া খাল।

 

এছাড়া ভূজপুর ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে বাঁশনলীয়া ও হরিণা খাল, পাটিয়ালছড়ি খাল প্রবাহিত হয়েছে হারুয়ালছড়ি ইউনিয়ন দিয়ে, একই ইউনিয়ন দিয়ে ফটিকছড়ি খাল ও রক্তছড়ি খাল প্রবাহিত হয়েছে। সুয়াবিল ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে মন্দাকিনী খাল এবং পাইন্দং ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে হুনাই খাল ও ডলু মোহরখিল খাল।

 

মরা ধুরুং খাল প্রবাহিত হয়েছে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার উপর দিয়ে, রক্তছড়ি খাল ও চেংগাছড়া খাল প্রবাহিত হয়েছে কাঞ্চননগর ইউনিয়ন দিয়ে, কুতুবছড়ি-কালাপানিয়া খাল ও লেলাং খাল প্রবাহিত হয়েছে লেলাং ইউনিয়ন দিয়ে, বিনাজুরী খাল প্রবাহিত হয়েছে নানুপুর ইউনিয়ন দিয়ে, তেলপারই খাল প্রবাহিত হয়েছে জাফতনগর ইউনিয়ন দিয়ে, সত্তা খাল প্রবাহিত হয়েছে খিরাম ও ধর্মপুর ইউনিয়ন দিয়ে, কংখাইয়া খাল প্রবাহিত হয়েছে জাফতনগর ও ধর্মপুর ইউনিয়ন দিয়ে এবং নিশ্চিন্তা খাল প্রবাহিত হয়েছে সমিতিরহাট ইউনিয়ন দিয়ে।

 

গ্রামীণ জনপদের উপর দিয়ে প্রবাহিত এসব নদী ও খালের বেশিরভাগ অংশে টয়লেটের ময়লার লাইন রয়েছে। নাজিরহাট পৌর এলাকা ও পাইন্দং ইউনিয়নে এমনটা বেশি হয়ে থাকে বলে জানা যায়। এছাড়া বাড়িঘরের নানান বর্জ্যও পাশ দিয়ে যাওয়া খালের পানিতে ফেলা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত পোল্ট্রি ফার্মের ময়লা ফেলা হচ্ছে নদী-খালে। এতে বর্জ্যগুলোর দুর্গন্ধের কারণে পানিদূষণ ছাড়াও মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে।

 

উপজেলার বৃহৎ নাজিরহাট বাজার ও নারায়ণহাট বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীতে যাচ্ছে বাজারের নানাবিধ ময়লার ৯০ ভাগই। এছাড়া জমিতে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করা কীটনাশক দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট