চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হুমকিতে হালদা নদীর জীববৈচিত্র্য

জাহেদুল আলম, রাউজান

১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

দূষণের কারণে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দূষণে এ নদীর ডলফিন মারা যাচ্ছে একের পর এক। মৃত্যু হচ্ছে মা মাছসহ বিভিন্ন প্রকারের মাছের। বিভিন্ন খালের মাধ্যমে চট্টগ্রাম শহরের কারখানার বর্জ্য হালদা নদীতে এসে পড়া, হালদা পাড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্যরে কারণে এ নদী দূষিত হয়ে পড়ছে বলে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গবেষকরা মনে করছেন।

 

ইতিপূর্বে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গবেষকদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিচার্স এন্ড ল্যাবরেটরি সেন্টারে অনুষ্ঠিত এক সমন্বয় সভায়ও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় গবেষকেরা দূষণকেই মাছ ও ডলফিনের মৃত্যুর জন্য দায়ী করেছেন। দূষণের প্রভাবে হালদায় গত ছয় বছরে ৪৬টি ডলফিন ও প্রায় অর্ধশত মা মাছের অকালমৃত্যু হয়েছে। সর্বশেষ ১৮ ডিসেম্বর আজিমের ঘাট এলাকা থেকে ১৩ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার করে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিরা।

 

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২৫ জুন পর্যন্ত হালদা ও এর শাখা খালে মোট ৪৩টি ডলফিন মরে ভেসে ওঠে। দু-একটি ছাড়া প্রায় সব ডলফিনেরই শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করেছিল উদ্ধারকারী কর্তৃপক্ষ। একাধিক ডলফিনকে হত্যাও করা হয়।

 

হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) জলজ স্তন্যপায়ী প্রাণী হলো ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এরমধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত ছয় বছরে হালদায় ৪৬টি ডলফিন মারা যাওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও প্রাণী বিশেষজ্ঞরা।

 

নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন ‘মৃত ডলফিন উদ্ধারে কাজ করেন এবং নদীর সুরক্ষায় কাজ করেন বিভিন্ন প্রকল্পের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া মরা ডলফিন ও মরা মাছের মৃত্যুর কারণ উদঘাটন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা ল্যাবরেটরির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়। এতে বেশিরভাগ ক্ষেত্রে ডলফিন ও মা মাছের মৃত্যুর কারণ পাওয়া যায় হালদা দূষণ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট