চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় বাস-নোহা সংঘর্ষে চালকসহ আহত ৪

চকরিয়া প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নোয়ার চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নোহা গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। তবে বাসের কোন যাত্রী আহত হয়নি। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট