চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে জসীম উদ্দীন

প্রতিশোধ নয়, ক্ষমা করে দিয়েছি

বিজ্ঞপ্তি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

প্রতিশোধ নয়, আমরা ক্ষমা করে দিয়েছি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া এলাকায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিয়াপরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসীম উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আমার পরিবারের অবদান থাকলেও, একটা সময় ছিল যখন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীও এই স্কুল মাঠে পালন করতে পারিনি। সেই সময়কার কষ্টের কথা স্মরণ করেও তিনি ক্ষমা করে দেওয়ার কথাই বললেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া এলাকায় আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় হারজিত থাকবেই উল্লেখ করে রোটারিয়ান জসীম উদ্দীন চৌধুরী বলেন, প্রতিযোগিতা যেখানেই হোক, পরাজয় মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। এই স্কুল প্রতিষ্ঠার পেছনে আমার পরিবারের অবদান থাকলেও, ৫ আগস্টের আগে আমি বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য কোনো অনুষ্ঠান করতে পারিনি। আমার ছোট ভাইয়েরা এখানে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করেছিল। প্রতিশোধ নয়, আমরা ক্ষমা করে দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুমুল হক চৌধুরী, বেতাগী ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল, মফিজ চৌধুরী, আবছার, দিদার এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট