দীর্ঘ ৮ বছর পর নাফ নদীতে শর্তপূরণ সাপেক্ষে মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিভিল স্যুট শাখার সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। পাঁচটি শর্তপূরণ সাপেক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিবন্ধিত জেলেরা নাফ নদীতে মাছ শিকার করতে পারবেন। তবে এই অনুমতি সাময়িক বলে উল্লেখ করা হয়েছে। তিনমাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে অনুমতি নবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, টেকনাফ উপজেলায় নিবন্ধিত তালিকাভুক্ত জেলের সংখ্যা ১০ হাজার ৬৮৩ জন। এ তালিকা অনেক আগের। বর্তমানে জেলের সংখ্যা আরও বেশি হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর ইয়াবা চোরাচালান রোধে সরকার নাফ নদীতে মাছ শিকার বন্ধ ঘোষণা করেছিল। এরপর চরম ভোগান্তিতে পড়ে নাফ নদী নির্ভর কয়েক হাজার জেলে। এনিয়ে জেলেরা সভা সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি পেশ অব্যাহত রাখার পরও কোন সুরাহা না হওয়ায় বিজ্ঞ আদালতে রীট করে। সাময়িক ও শর্তসাপেক্ষ হলেও দীর্ঘ ৮ বছর পর নাফ নদীতে মাছ শিকারের অনুমতি দেওয়ায় টেকনাফের জেলে পল্লীতে খুশীর বন্যা বয়ে যাচ্ছে।
পূর্বকোণ/কাশেম/আরআর/এএইচ