চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে রামঠাকুর সেবাশ্রমের তিন দিনব্যাপী মহানাম সংকীর্তন শেষ হবে শনিবার

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কানুনগোপাড়া রামঠাকুর সেবাশ্রমের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫ তম জন্মতিথি উপলক্ষে ৩ দিনব্যাপী মহোৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার।আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেষ হবে এই মহানাম সংকীর্তন উৎসব।

 

অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার বিকেল ৫ টায় বেদ-বাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার মাধ্যমে শুরু হয় উৎসবের শুভ সুচনা। এরপর সন্ধ্যা ৬টায় গঙ্গা আহ্বান, সন্ধ্যা ৭টায় শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের মাধ্যমে শুরু হবে মূল পর্ব। আজ ভক্তবৃন্দের জন্য  দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ চলছে।

 

অনুষ্ঠানের শেষের দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি, দধিভান্ড ভঙ্গ ও নগর পরিক্রমার মাধ্যমে সমাপ্ত হবে মহানাম সংকীর্তন মহোৎসবের।মহানামসুধা বিতরণে থাকবে গোপালবাড়ী সম্প্রদায়- চট্টগ্রাম, গৌড় নিতাই সম্প্রদায়-লক্ষীপুর, প্রভু সনাতন সম্প্রদায়- নোয়াখালী এবং রাম সুন্দর সম্প্রদায়- সীতাকুণ্ড (চট্টগ্রাম)।

 

অনুষ্ঠানের নাম সংকীর্তনের শ্রবণ করে ভগবান কৃষ্ণকৃপা লাভ ও মহাপ্রসাদ গ্রহণ করে পূর্ণ্য অর্জনের জন্য ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন রামঠাকুর সেবাশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি রতন কুমার দে, সহ-সভাপতি জয়জিৎ দত্ত (টিংকু), সাধারণ সম্পাদক লিটন দেব এবং উৎসব উদযাপন পরিষদের সভাপতি শুভঙ্কর দে (বিশু) ও সাধারণ সম্পাদক অপু মহাজনসহ অন্যান্যরা। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট