চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে লরির সাথে বাসের ধাক্কায় খাইশির ৪ কর্মচারী আহত

মিরসরাই সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে লরির ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪ জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সরকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কর্মচারী রিনা (২৩), পপি সূত্র ধর (২৫), রাশেদা (৩০) ও গুরুতর আহত ফাতেমা (২৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এইচআর হেড নাহিদা আক্তার মুক্তা বলেন, মঘাদিয়া ইউনিয়নে একটি লরি আমাদের কর্মচারীদের বহন করা বাসকে ওভারটেক করার সময় বাসের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আমাদের ৪ জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। তাদের মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মিরসরাইয়ের রেডিয়েন্স হাসপাতালের ডিউটি ডাক্তার সাইফুল্লাহ রেজা বলেন, সড়ক দুর্ঘটনায় খাইশি লিনজেরি কারখানার ৪ জন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

মিরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল্লাহ মামুন বলেন, একটি লরির পেছনের অংশে থাকা যন্ত্রাংশের ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাসের গ্লাসের সাথে ধাক্কা লেগে বাসে থাকা ৪ জন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লরিটি স্থানীয় একটি গ্যারেজে রাখা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/সময়/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট