নোয়াপাড়ায় শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় রাউজানের ১১ নম্বর পশ্চিম গুজরা ইউপির সাবেক চেয়ারম্যান দুর্ধর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছেন।
রমজান আলী ওই ইউপির বদুমুন্সিপাড়ার বটতলীর বাড়ির মৃত ছালে আহম্মদের ছেলে।
রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন ‘নোয়াপাড়ায় জাহাঙ্গীর আলম হত্যা মামলায় রমজান আলীকে বুধবার সকালে চট্টগ্রাম নগরীর পুলিশের একটি টিম গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
তবে গোপন সূত্রে জানা গেছে, রমজান আলী বুধবার সকালে নগরীর একটি হাসপাতালে গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রমজান আলী পশ্চিম গুজরা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের হত্যাকান্ডের পর উপ-নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় তিনি শপথ গ্রহণ করতে পারেননি।
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ