ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে আব্দুর রহিম (৬২) নামের ব্যক্তিকে সাড়ে তিন বছরের এক শিশু (মেয়ে) ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করেছেন থানা পুলিশ।
ধৃত ব্যক্তি ১নং ওয়ার্ডের ফুলতলী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন জানান, শিশুটি খেলছিল, তাকে ওই বৃদ্ধ নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বিষয়টি তার মা’কে জানালে ঘটনা জানাজানি হয়। গ্রামবাসীরা তাকে আটক রেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থ হতে পুলিশ বৃদ্ধকে আটক করে। শিশুটিও পুলিশ হেফাজতে বলে জানা যায় ।
পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ