চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

 নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ভালুখ্যাইয়া বিওপির দায়িত্বরত এলাকায় অভিযানে চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভালুখ্যাইয়া সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

 

বুধবার রাত সড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ১১,ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

 

তিনি জানান, বুধবার ১২ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবির ভালুখ্যাইয়া বিওপির দায়িত্বরত এলাকায় রাবার বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

এদিকে, প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, উদ্ধারকৃত অস্ত্র এবং গুলির সিজার মূল্য ১০ হাজার ৪০ টাকা উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র – গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পালাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/শামীম/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট