চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হালদায় সাড়ে ৮ হাজার মিটার চরঘেরা জাল ও কারেন্ট জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৯ অপরাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার মিটার চরঘেরা জাল ও কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার সত্ত্বার ঘাট থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উত্তর মার্দাশা নৌ পুলিশ ফাঁড়ির এএস আই (নিঃ) মো. রমজান আলী।

 

তিনি জানান,চরঘেরা জাল দিয়ে মাছ শিকার করার সময় অভিযান চালিয়ে ৮ হাজার চরঘেরা ও সুতার জাল উদ্ধার করা হয়। পরে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শায় নৌ পুলিশ ফাঁড়ির পাশে স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট