চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে আটক দুই বোন

কক্সবাজার সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ডিএনসির একটি দল তাদের আটক করে। এক্স-রের মাধ্যমে পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা সম্পর্কে আপন বোন। তারা হলেন টেকনাফের হ্নীলার জিম্মনখালী এলাকার উম্মে জমিলা (২৪) ও একই এলাকার উম্মে হাবিবা (১৮)।

ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক দিদারুল আলম পূর্বকোণকে জানান, ইয়াবা পাচারের উদ্দেশ্যে তারা টেকনাফ থেকে আসেন। উম্মে হাবিবা ও উম্মে জমিলা তাদের স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় ডিএনসি তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জমিলার পেটে ২ হাজার ইয়াবা এবং তার বোন হাবিবার পেটে ২ হাজার পিস ইয়াবা ছিল। এক্স-রের মাধ্যমে ডিএনসি এর সত্যতা নিশ্চিত করে। প্রাথমিকভাবে জমিলার পেট থেকে ১ হাজার এবং তার বোনের পেট থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

দিদারুল আলম আরও জানান, ইয়াবাসহ জামিলা ও হাবিলাকে আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে দেওয়া হয়। পরবর্তীতে তাকেও ঢাকা থেকে আটক করা হয়েছে।

আটককৃত জমিলা স্বীকার করেন, ২০ হাজার টাকার বিনিময়ে তার স্বামীর নির্দেশে তিনি ইয়াবা পেটে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তবে, ঢাকায় কোথায় নিয়ে যাচ্ছিলেন, এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি।  ডিএনসি কর্মকর্তারা এই চক্রের মূলহোতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন।  এই ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও খোঁজা হচ্ছে।

ডিএনসি কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ধরনের কৌশল মোকাবেলায় নতুন পদক্ষেপ নিচ্ছেন।  এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, যা উদ্বেগজনক। কক্সবাজার বিমানবন্দর মাদক পাচারের একটি অন্যতম ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা নিয়ন্ত্রণে ডিএনসিকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট