চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে জাল নাগরিক সনদ তৈরির দায়ে দোকান মালিককে তিন দিনের জেল

হাটহাজারী সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১২ অপরাহ্ণ

হাটহাজারীতে জাল নাগরিক সনদপত্র তৈরির অপরাধে মো. তৈয়ব উদ্দিন নামের এক দোকান মালিককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন এ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকার তৈয়ব কম্পিউটার নামক দোকানে অভিযান চালানো হয়। এসময় জাল নাগরিক সনদপত্র তৈরির সত্যতা পাওয়ার পর তৈয়ব উদ্দিন নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তার স্বীকারোক্তি মূলে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

 

পূর্বকোণ/খোরশেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট