মাত্র এক সপ্তাহের ব্যবধানে হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হালদা নদীর রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নস্থ কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় পাহারাদার রওশনগীরের মাধ্যমে খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের সদস্যগণ গিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কমকতা আলমগীর আজাদী বলেন, ‘মৃত ডলফিনটি দৈর্ঘ্য পায় ৫ ফুট ও প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে- কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী এটি ৪৫তম মৃত ডলফিন।
পূর্বকোণ/এএইচ