দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌর সদর ও উপজেলা বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পূর্ব কোলাগাঁও এলাকায় মফিজুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন (৩৫) ও জিরি ইউনিয়নের ৫ নং ওয়াডের রফিকুল ইসলামের ছেলে ও ওয়াড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন , জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/ইব