রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গহীন অরণ্যে ঘুরতে থাকা হাতি শাবকটির অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বনবিভাগ।
বন বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ীপাড়া চিতা খোলা নামক এলাকায় একটি বাচ্চা হাতি কাদামাটিতে আটকে পড়ে। খবর পেয়ে রাজস্থলী রেঞ্জ ও রাইখালী রেঞ্জের কর্মকর্তারা খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে শাবকটি পাহাড়ি এলাকায় রেখে আসেন। হাতি শাবকের মা না আসায় মঙ্গলবার সকালে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে আসে বনবিভাগ।
এ বিষয়ে রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা তুহিন ও রাইখালী রেঞ্জের কর্মকর্তা হাসান পূর্বকোণকে বলেন, দুই দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসকরা বলেন, মানুষের তাড়া খেয়ে হাতি শাবকটি হার্ড অ্যাটাক করেছে। শাবকের অবস্থা এতে ভালো না, যে কোন সময় মারা যেতে পারে।
পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ