ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া রাউজানের প্রবাসী মুহাম্মদ সালামত আলীর মরদেহ দেশে আনা হয়েছে। নিহতের ভাগিনা ওমানপ্রবাসী মোজাম্মেল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কদলপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী নুর আলী জামে মসজিদ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে তার লাশ বিভিন্ন প্রক্রিয়াশেষে সোমবার রাতে বিমানবন্দর হয়ে বাড়িতে আনা হয়।
জানা যায়, নিহত মুহাম্মদ সালামত আলী (৬৫) সৈয়দ গাজী শাহার বাড়ির মরহুম গাজী বজল আহমদের মেঝ সন্তান ।
তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওমানের আল আমরাত সুক বাজার এলাকায় অন্যস্থানে যাওয়ার জন্য একটি টেক্সিতে উঠছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি গাড়ি তাকে মেরে দেয়। গুরুতর অবস্থায় তিনি সেদেশের কুরমে নামের হাসপাতালে মারা যান। সালামত আলী প্রায় ৪০ বছর প্রবাসে কাটান। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ