চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের কাছিমার বটতল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেখল ইউনিয়নের কাছিমার বটতল বাজারের সেলিম সওদাগরের ‘আপ্যায়ন রেস্টুরেন্ট’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাসের চুলার সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা। তারা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাজারের সেলিম জাবেদের আপ্যায়ন রেস্টুরেন্ট, সুলতান আলমের মুদির দোকান এবং একটি লাকড়ির দোকানের মালামাল পুড়ে যায়। এতে অন্তত ১০-১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ