চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে বীর বাহাদুরসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি বিএনপির 

বান্দরবান প্রতিনিধি

৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০০ অপরাহ্ণ

বান্দরবানের সাবেক সাংসদ বীর বাহাদুর উশৈসিং তার স্ত্রী মেহ্লাপ্রু ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লাসহ ৩০ জন নেতাকর্মী সমর্থকদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি দিল বান্দরবান বিএনপির নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনকে এই স্বারকলিপি প্রদান করা হয়।

 

এ সময় সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গনি, রাজপুত্র স চপ্রু চৌধুরী, মশিউর রহমান মিঠন, আব্দুল মাবুদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই প্রথম বান্দরবানের সাবেক সাংসদ বীর বাহাদুর উশৈসিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিএনপি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট