চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে নিখোঁজ পর্যটক এখনো উদ্ধার হয়নি

কক্সবাজার সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুগন্ধা পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুরের বাসিন্দা সজীব হোসেন (২৬) এবং তার বন্ধু নেছার আহমদ (২৫) সমুদ্রে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে তাদেরকে সাগরে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালালে নেছার আহমদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সজীবকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে কক্সবাজার কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

 

নিখোঁজ যুবকের বন্ধুরা জানিয়েছেন, তারা আটজন বন্ধু মিলে মোটরবাইক রাইড করে কক্সবাজারে এসেছিল। দুপুরের খাবার খাওয়ার পর তারা সমুদ্রে গোসল করতে নামে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট