চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে সাবেক মেম্বার পুত্রের ‘আত্মহত্যা’

রাউজান সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ২ নম্বর ডাবুয়া ইউনিয়নে মো. আরমান (৩০) নামে এক ডেকোরেশন ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি ওই ইউনিয়নের এয়াছিন শাহ মাজারের পাশে ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বারের ছেলে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

 

নিহতের মামা শফিকুল ইসলাম সুমন জানান, আরমানকে রাত প্রায় ৮টার দিকে নিজ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে চিকদাইর পুলিশ ফাঁড়ির মো. কাদেরকে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

 

এলাকাবাসী জানায়, নিহত আরমান ফেসবুকে পোস্ট করেন ‘মৃত্যু ব্যতীত কোন কিছুই আমাদের জন্য স্থায়ী নয়’। এই পোস্ট দেয়ার দুইদিনের মাথায় তিনি ফাঁসিতে ঝুলে মারা যান।

 

জানা যায়, আরমান তার পৈত্রিক ডেকোরেশনের দোকানে বসতেন এবং এ ব্যবসার দেখাশোনা করতেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ /পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট