চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

রামুতে কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে জামায়াত

রামু সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। সমাজের সকল ক্ষেত্রে অসৎ, দুর্নীতিবাজ ও অদক্ষ নেতৃত্বের কারণে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা দূর হচ্ছে না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় অবদান রাখতে বদ্ধপরিকর। দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের কারণে দেশের তরুণ সমাজ হতাশায় নিমজ্জিত ছিল। বেকারত্ব, দুর্নীতি, গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছিল। বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ছিল শুধু মাত্র আওয়ামী লীগারদের। এহেন অবস্থা থেকে জাতিকে ঐক্যবদ্ধ করে জাতিকে মুক্তি এনে দিয়েছে এ দেশের ছাত্র সমাজ। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার রামু উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।

 

রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা আমীর সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান আরও বলেন, আমরা ধর্ম, বর্ণ ও গোত্রভেদে পার্থক্যে বিশ্বাসী নয়। সকলে বাংলাদেশি হিসেবে সমঅধিকার নিশ্চিতে বিশ্বাসী। জাতিকে সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিভক্ত করে কোন কিছু অর্জন করা সম্ভব নয়। সকলেই বাংলাদেশি হিসেবে সমঅধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, কর্ম পরিষদ সদস্য নূরুল হাকিম, মাহবুবুর রহমান, সোহরাব উদ্দিন, তৈয়ব উল্লাহ প্রমুখ।

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট