চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে স্কুলবাস দুর্ঘটনায় নিহত শিশুর লাশ এলো ফটিকছড়িতে

ফটিকছড়ি সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৪ | ১২:০৪ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের হাইওয়ে রোডে স্কুলবাস দুর্ঘটনায় নিহত আহনাফ মাহরিয়ার সায়ানের (৮) লাশ চট্টগ্রামের ফটিকছড়িতে আনা হয়েছে।

নিহত মাহরিয়ার সায়ান ফটিকছড়ির বাসিন্দা প্রবাসী মুহাম্মদ হানিফের বড় ছেলে।

শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে সায়ানের লাশ গ্রামের বাড়িতে আনা হয়েছে।

উপজেলার নানুপুর ইউনিয়নের গামরীতলা গ্রামে নুর মোহাম্মদ চৌধুরীর বাড়ির মসজিদ মাঠে শনিবার সকাল ১১টায় সায়ামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, সায়ানকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে শতশত নারী পুরুষ ভিড় করেছে। চলছে শোকের মাতম।

এর আগে ২৭ আগস্ট সকালে আমিরাতের হাত্তা-লাহবাব রোডে স্কুলবাস দুর্ঘটনায় প্রাণ হারান সায়ান। এ ঘটনায় আরও ১১ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে প্রবাসী হানিফের ছোট ছেলে সাইফানও রয়েছে। নিহত শিশু সায়ান কেজি-২ এর শিক্ষার্থী ছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট