চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ীসহ আহত ৩

কক্সবাজার প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২৪ | ৫:১৬ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগষ্ট) সকালে স্থানীয় এক মুদির দোকানের সামনে কাদা জমে থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রিংকন দাশ নামে এক ব্যবসায়ীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তার পিতা সোনারাম দাশ এবং স্থানীয় বাসিন্দা জুয়েল দাশও সংঘর্ষে আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে রিংকনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রিংকনের মুদির দোকানের সামনে কাদা জমে থাকাকে কেন্দ্র করে রিপন ধর নামে এক ব্যক্তির সাথে তার কথা-কাটাকাটি হয়। শুরুতে উভয়র মধ্যে হাতাহাতি এবং পরে রিপন তার বন্ধুদের নিয়ে এসে রিংকনকে মারধর করে। এ সময় রিংকনের দোকান ভাঙচুরও হয়।

পরদিন সকালে রিংকন যখন তার দোকান খুলতে যায়, তখন রিপন আবারও তার উপর হামলা চালায় এবং কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে দেয়।

এই ঘটনার পর স্থানীয়রা র‍্যাব ও সেনাবাহিনীকে  খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এই ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত রিংকনের পিতা সোনারাম দাশ দাবি করেছেন, র‍্যাবের হস্তক্ষেপ সত্ত্বেও রিপন আবারও হামলা চালিয়েছে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনায় আহতদের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান আছে বলে জানান আহতের পিতা

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই বিষয়ে র‍‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তারা যদি মামলা করে তবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সামাজিক বিশ্লেষকরা বলছেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষের ঘটনা সমাজের জন্য উদ্বেগের। তাদের মতে, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবার মধ্যে সহিষ্ণুতা গড়ে তোলা জরুরি।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট