চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাউখালীর শ্রমিক লীগ নেতাকে রাউজানে পিটিয়ে হত্যার অভিযোগ

রাউজান সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের কাউখালীর উপজেলার যুবকের লাশ পাওয়া গেছে সীমান্তবর্তী এলাকা রাউজান পৌরসভা এলাকায়। তার নাম আবদুল মান্নান (৩৬)।

 

রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকার কবির আহমেদ প্রকাশ কবির মিস্ত্রীর ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তাকে বেতবুনিয়া এলাকার দুর্বৃত্তরা ধাওয়া করে হত্যা করে পালিয়ে যায় বলে একটি সূত্র জানায়। তবে এ বিষয়ে রাউজান থানা পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন।

 

কয়েকটি সূত্রে জানা যায়, ২৮ আগস্ট বুধবার দুপুর সোয়া ৩টার দিকে কাউখালী সীমান্তবর্তী এলাকা রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার একটি সড়কে শ্রমিকলীগ নেতা আবদুল মান্নানের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা মান্নানের পরিবারকে খবর দেন। বিকেলে নিহতের স্বজনেরা রাস্তায় পড়ে থাকা দেহটি উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় লোকজন জানায়, একদল দুর্বৃত্ত নিজ এলাকা বেতবুনিয়া থেকে ধাওয়া দেয় মান্নানকে। এরপর রাউজানে ধরে তাকে পিটিয়ে হত্যা করে।

 

জানা যায়, রাজনীতির পাশাপাশি মান্নান বালু ও কংক্রিটের ব্যবসায় জড়িত ছিলেন। তবে রাজনীতির কারণে নাকি ব্যবসায়িক কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

 

এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, এ সম্পর্কে কোন ব্যক্তি থানায় জানায়নি। নিহত মান্নান তিনি দুই মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট