চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

১০ বছর পর এলাকায় সালাউদ্দিন, পেকুয়ায় জনসমুদ্র

পেকুয়া সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৪ | ৭:৪১ অপরাহ্ণ

পেকুয়ায় হাজার হাজার মানুষের ঢল। মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া বিভিন্ন জেলা থেকেও মিছিল সহকারে পেকুয়া কলেজ গেটের চৌমুহনীর মোড়ে এসে লোকে লোকারণ্য হয়ে জনবসমুদ্রে পরিণত হয়েছে।

 

যা চৌমুহনী থেকে পশ্চিমে পেকুয়া বাজার, দক্ষিণে পেকুয়া মিনি স্টেডিয়াম, উত্তরে মৌলভিপাড়া ব্রিজ এবং পূর্বে সাবেকগুলদী স্টেশন পার হয়ে গেছে।

 

সালাউদ্দিনকে দীর্ঘ ১০ বছর পর এক নজর দেখার জন্য মহিলারাও ভীড় করেছেন। আশেপাশে ভবনের ছাদ ও গাছে শুধু মানুষ আর মানুষ। এখনো পেকুয়া পৌঁছাতে পারেনি। পেকুয়া চৌমুহনীর গোল চত্বরে পেকুয়া উপজেলা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ।

 

এতে আরও উপস্থিত থাকবেন সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদসহ জেলার নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট