চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে পৌঁছালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ

মিরসরাই সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ

টানা পাঁচদিনের বন্যায় মিরসরাইয়ের পানিবন্দী মানুষের জন্য ত্রাণ পাঠালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মিরসরাইয়ে পৌঁছায় বিভিন্ন ত্রাণসামগ্রী।

 

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব মিরসরাইয়ের সভাপতি মেজবাহুস সালেহিন রায়হান।

 

জানা গেছে, বন্যায় বিপর্যস্ত মানুষকে ত্রাণ সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সংগৃহীত ফান্ড থেকে মিরসরাইয়ে এক হাজারের অধিক পরিবারের জন্য বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রবিবার (২৫ আগস্ট) ঢাকা থেকে একটি কার্গো বিমানের মাধ্যমে চট্টগ্রামে পৌঁছায় এসব ত্রাণসামগ্রী। পরে ট্রাকযোগে মিরসরাইয়ের বারইয়ারহাট পাঠানো হয়। সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে এসব ত্রাণ উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষদের মাঝে বিতরণ করছে শিক্ষার্থীরা।

 

ইউসাম’র সভাপতি রায়হান জানান, বিভিন্ন ধরনের খাবার সামগ্রী ছাড়াও কাপড়, ওষুধ এবং বিভিন্ন স্যানিটারি সামগ্রী নিয়ে তৈরি এসব প্যাকেটের প্রত্যেকটিতে একটি পরিবারের চারজনের কয়েকদিনের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। আর ঢাকা থেকে ত্রাণ সংগ্রহের পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরসরাইয়ের সাফায়েত হোসেন সাকিব, মো. তাওহির আহম্মেদ তুহিন, আরাফাত সাকিব, এফএইচ ফাহিম ও শেফাত উল্যাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

 

প্রসঙ্গত, গত ২১ আগস্ট থেকে টানা পাঁচদিনের বন্যায় মিরসরাইয়ের ৬৫ গ্রামের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বর্তমানে কিছু কিছু এলাকায় পানির তীব্রতা কমে গেলেও মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় মানবিক বিপর্যয় কিছুটা রোধ হয়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট