চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৪ | ১০:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর আবদুল্লাহ আবির রাইয়ান (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

 

রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী চিংড়িঘের থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। এর আগে, শনিবার দুপুর ১২টার দিকে রাইয়ান নিখোঁজ হয়।

 

রাইয়ান বদরখালী ইউনিয়নের ১ নম্বর ব্লক উত্তর নতুন ঘোনা পাড়ার জাকের হোসাইন মাঝির ছেলে। পরিবারের উদ্বৃতি দিয়ে স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুর ১২টার পর থেকে রাইয়ানের খোঁজ পাচ্ছিল না পরিবারের লোকজন। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর রবিবার দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী চিংড়িঘের থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

 

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে রাইয়ানের মৃত্যু হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট