চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

নানিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৮

নানিয়ারচর সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৪ | ২:৪১ অপরাহ্ণ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদম এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ আটজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ভূইয়াদমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।

পূর্বকোণ/পিআর/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট