চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৪ | ৪:২২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় তিন শিশু বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল। পথিমধ্যে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় তিনজনই। তাদের মধ্যে দুইজন সাঁতরিয়ে বাঁচলেও মো. হাবিব (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, ভারী বর্ষণে পাহাড়ি ঢল নামে বরইতলীতে। সোনাইছড়ি ছড়াখাল উপচিয়ে পানি প্রবাহিত হচ্ছিল স্থানীয় সড়কের উপর দিয়ে। এ অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের উপর দিয়ে যাওয়া ঢলের স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে যায়। অল্পক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঢলের তোড়ে ভেসে গিয়ে শিশু মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট