চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সুইডেন পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পদত্যাগ

কাপ্তাই সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৪ | ৮:০৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বুধবার (২১ আগষ্ট) বেলা ১টায় তিনি পদত্যাগ পত্র দিয়ে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় প্রতিষ্ঠান ত্যাগ করেন।

 

এর দু্দিন আগে থেকে ছাত্রী যৌন হায়রানির অভিযোগে প্রতিষ্ঠানের আরেক জুনিয়র ইনস্ট্রাক্টর এজাবুর আলমের (টেক/সিভিল -উড) পদত্যাগের দাবিতে  বিএসপিআই শিক্ষার্থীরা বিক্ষোভ ও আন্দোলন করে আসছে। এসময় বুূধবার (২১আগস্ট) সকাল সাড়ে ১১টায় অভিযুক্ত শিক্ষক এজাবুরের ঢাকা কারিগরি অধিদপ্তরে বদলি ও পদায়ন বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে। আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার প্রজ্ঞাপনটি নিয়ে আসলে তাঁর বিরুদ্ধেও শিক্ষার্থীরা পদত্যাগের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে অধ্যক্ষ কার্যালয় ঘেড়াও করে রাখা হয়।

 

বিএসপিআই অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার জানান, আন্দোলন হয়েছে জুনিয়র শিক্ষক এজাবুরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আমি গত ১৮আগস্ট ঢাকা কারিগরি অধিদপ্তরে ব্যবস্থা নেয়ার বিষয়ে বলেছি। অধিদপ্তর উক্ত অভিযুক্ত শিক্ষককে ঢাকা কারিগরি অধিদপ্তরে বদলি করে। কিন্ত ছাত্ররা আমাকে জিম্মি করে পদত্যাগে বাধ্য করে। পদত্যাগের পর সেনা নিরাপত্তায় অধ্যক্ষ ইনস্টিটিউট ত্যাগ করে বলে জানান।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট