চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

কলাউজান আদার চরে ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসাবে এই অফিস উদ্বোধন করেন ইউনিয়ন আমীর ডা. সিদ্দিক আহমদ।

 

সংগঠনের ওয়ার্ড সভাপতি মো. সোহেলের সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মো. হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. আবদুল হাই, জামায়াত নেতা আব্দুল মোনাফ, শফিকুর রহমান, মো. ওসমান, জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মো. রিদুয়ানুল ইসলাম তায়েফ। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার কামল, মো. হামিদ, খাইর আহমদ, মাওলানা মুজিব, আবদুল মজিদ, হাফেজ শহীদ, মো. দেলোয়ার. মো. রিপন, মো. শহীদ, মো. সাইমুন, নুরুল ইসলাম, মো. ফরিদ, হারেছ সওদাগর, মো. আলী, মো. আলম, মো. জাহেদ, মো. দেলোয়ার, ছাত্র নেতা মো. মিনহাজ, মো. আবদুল্লাহ আল নোমান, মাছুম মিয়া, মাহফুজ মিয়া, মো. বাবু, তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ভিত্তিতে ভাগ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে লোকটা এ দেশে জন্মগ্রহণ করেছে তিনিই দেশের গর্বিত নাগরিক। বাংলাদেশ আমাদের সবার। অনেকেই অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদের সে সুযোগ দেব না।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট