চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে যুবক হত্যা: সড়ক অবরোধ করে গ্রামবাসীর প্রতিবাদ

কক্সবাজার সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

গরু চুরির মিথ্যা অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কক্সবাজারে তীব্র প্রতিবাদ বিক্ষোভ গড়ে তুলেছে গ্রামবাসী।

 

শনিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ১২ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১)।

 

ঘটনার প্রতিবাদে কলাতলী ডলফিন মোড়ে স্থানীয়রা রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়ে দোষীদের বিচারের দাবি জানায়।

 

নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার দুপুরে সৈকত পাড়া এলাকার নূর আহমেদ নামে একব্যক্তি সাজ্জাদকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে গরু চুরির মিথ্যা অপবাদে রাতভর তাকে পিটিয়ে হত্যা করে।

 

সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন কান্নাজড়িত কণ্ঠে জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করে। পরে ভোরে আমরা হাসপাতাল থেকে খবর পাই যে, সাজ্জাদকে মর্গে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমার স্বামী কোনো দোষ করেনি। তারপরও তারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

 

নিহতের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করেও এই নির্মম হত্যার শিকার হয়েছে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান।

 

এই ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, সাজ্জাদ নিরীহ একজন মানুষ ছিল এবং সে কোনো দোষ করেনি। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

 

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সর্বত্রই ঘটনার নিন্দা করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট