চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপির ১০ নেতা

রাউজান সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে প্রতিপক্ষের হামলায় বিএনপির অঙ্গ সংগঠনের ১০ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার উরকিরচর জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস ও মোহাম্মদ জাগির।

 

আহতরা বলেন, আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়া বাজারে প্রতিবাদ সভা ও মিছিল করেন। এতে অতর্কিত হামলা চালায় একদল প্রতিপক্ষ।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট