চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র আতহার নূর কায়েমের (১৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোরে কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় কলাতলী বিচে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের হাশেমিয়া মাদরাসা মাঠে এবং ১১টায় উখিয়ার ভালুকিয়ায় নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত আতহার নূর কায়েম কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সে উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের পুত্র।

উল্লেখ্য, শুক্রবার সকালে বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় আতহার। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করতে না পারায় স্থানীয়দের সহায়তা চায়। পরে খবর পেয়ে কোস্টগার্ড এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তাকে খুঁজে পাওয়া যায় নি।

আতহারের বাবা বশির আহমেদ জানান, তাদের একমাত্র ছেলেকে হারিয়ে তারা ক্ষতবিক্ষত।

জানা গেছে, কক্সবাজার সমুদ্রে স্রোতের বেগ অনেক বেশি। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও বাড়ে। প্রতি বছরই কক্সবাজার সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট