চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

৪ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হল বান্দরবান জেলা পরিষদ

বান্দরবানে প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২৪ | ৪:৪০ অপরাহ্ণ

চারদিন অচলাবস্থার পর অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে খুলে দেয়া হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বর্তমানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত থেকে প্রশাসনিক কর্মকাণ্ড চালাচ্ছেন।

 

এর আগে গত মঙ্গলবার (১২ আগষ্ট) বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও পরিষদ সদস্যদের অপসারণ ও অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুর্নগঠনের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। সেখানে গত তিনদিন থেকে তারা অবস্থান ধর্মঘট পালন করে আসছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জেলা পরিষদ কার্যালয় পরিদর্শনে যান।

 

সেখানে তিনি পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান ও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর সাথে কথা বলেন ও জেলা পরিষদের বর্তমান অচলাবস্থার বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

 

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান জেলা প্রশাসককে বলেন, আগামী সোমবারের মধ্যে জেলা পরিষদ পুর্নগঠন না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সেই সাথে পরিষদে যাতে পুরনো তারিখে কোন ফাইল সই না হয় সে বিষয়ে নজর রাখার আহবান জানান। পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতির কারণে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

 

পরে ধর্মঘট পালনকারীরা জেলা পরিষদ কার্যালয়ে তালা খুলে দিয়ে সেখান থেকে চলে আসেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট