চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

টেকনাফে বদি-জাফরসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা রয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আহমদকেও ওই মামলায় আসামি করা হয়েছে।

 

বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামীলীগের বিতর্কিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরও কয়েকটি স্থাপনায় সশস্ত্র হামলা চালানো হয়। এসময় ব্যাপক গুলিবর্ষণ ও ভাঙচুরের পাশাপাশি দোকান লুটপাট করে তার অনুসারীরা। থানায় পুলিশ না থাকায় এতদিন মামলা দায়ের করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট